ঢাকা:সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। জানা গেছে, বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।আজ সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার পর এই ঘটনা ঘটে। তামিমের ক্লাব মোহামেডান সূত্রে জানা গেছে, তামিমকে ঢাকায় আনারও উদ্যোগ নেওয়া হয়েছিল। বিকেএসপির মাঠে হেলিকপ্টারও নামানো হয়েছিল।এ বিষয়ে ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন তামিম।
Discussion about this post