ঢাকা:সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ আটজনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মনোনীত করে শপথের জন্য অনুমোদন দেওয়া হয়েছে—এমন একটি অনুমোদনপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টওয়াচের যাচাইয়ে এটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে।ভাইরাল হওয়া অনুমোদনপত্রে উল্লেখ রয়েছে, প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশিদের নামে ৮ মার্চ ২০২৫ তারিখে এ অনুমোদন দেওয়া হয়েছে। তবে এতে কোনো স্বাক্ষর নেই।গত বুধবার (১২ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ থেকে এক পোস্টে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এমন কোনো চিঠি জারি করা হয়নি এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনুমোদনপত্রটি ভুয়া।এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ফেসবুকে এ অনুমোদনপত্র পোস্ট করে একে ‘ভুয়া ও বানোয়াট’ বলে উল্লেখ করেছেন।ফ্যাক্টওয়াচের যাচাই অনুসারে, অনুমোদনপত্রটি সত্য নয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নতুন করে অনুমোদন দেওয়া হয়নি।
Discussion about this post