ঢাকা:দেশের ছয়টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১৪ মার্চ) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর, কুষ্টিয়া এবং রাজশাহী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।তবে স্বস্তির খবর হলো, কেবলমাত্র সেসব অঞ্চলেই নয়, দেশের অন্যান্য জায়গার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।শনিবারের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, বাতাসের আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
Discussion about this post