নড়াইল প্রতিনিধি:নড়াইলের নড়াগাতীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে আকরাম শেখ(৪২) নামে প্রবাসী খুন হয়েছে। বুধবার (১২মার্চ) ইফতারের পরে থানার চর-জয়নগর গ্রামে প্রতিপক্ষের হামলার শিকার আকরামকে স্বজনরা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার জেরে হত্যাকাণ্ডে জড়িতদের বাড়িঘরে লুটপাট ভাংচুর ও অগ্নিসংযোগের খরর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালাচ্ছে।পুলিশও স্থানীয়রা জানায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন চর-জয়নগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনা মিয়া, হেকমত শেখ গ্রুপের সঙ্গে তাদের প্রতিপক্ষ রতন শেখ ও আনসার জমাদ্দার গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এ বিরোধের জেরে ইতিপূর্বে বিবাদমান এ দুপক্ষে একাধিক সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে।চলমান সেই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি উভয়পক্ষের উত্তেজনার এক পর্যায়ে মনা মিয়া, হেকমত শেখ গ্রুপের হেকমত শেখের ছেলে হামলার শিকার হন। ঘটনার দিন বুধবার (১২মার্চ) ইফতারের পরে আকরাম তাদের বাড়ির পাশের তফসিরের চায়ের দোকানে চা পান করতে গেলে আকরামদের প্রতিপক্ষ রতন শেখ-আনসার জমাদ্দার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় আকরামের চিৎকারে তার স্বজনও আশপাশের মানুষ ঘটনাস্থলে পৌঁছে সংকটাপন্ন আকরামকে উদ্ধার করে চিকিৎসা দিতে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।আকরাম তিন মাস আগে বিদেশ থেকে বাড়ি ফিরেছে। তার মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আর্তনাদ আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। এদিকে আকরাম নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাদের পক্ষের বিক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালায় বলে জানা গেছে।এ ব্যাপারে জানতে রাত ১১টার দিকে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি, ঘটনা পরবর্তী এলাকায় উত্তেজনা বাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগের কথা জানিয়ে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।
Discussion about this post