বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় নিখোঁজের চারদিন পর আহাদ মুন্সী (২২) নামে এক যুবককের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এরআগে রাতে পশুর নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ১১ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।আহাদ মুন্সীর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড়ে। তিনি ওই এলাকার সেকেন্দার মুন্সীর ছেলে, পেশায় ভ্যান চালক। মোংলা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পশুর নদীর চর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা তার পরিচয় শনাক্ত করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়। পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে আহাদ মুন্সিসহ চারজন স্থানীয় একটি সৌর প্লান্ট চুরি করতে যায়। সেখানের নিরাপত্তাকর্মীরা ধাওয়া দিলে তিন জন পালিয়েযায়। আহাদ মুন্সি তখন পশুর নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো।
Discussion about this post