বিশেষ প্রতিবেদন:কুখ্যাত সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার এর দুই সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (৮ মার্চ) রাত ১২:৩০ টায় মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন শরীফ (৩৫) ও রবিন (২৩)। বর্তমানে কারাগারে বন্দী থাকা আনোয়ারের এই সহযোগীরা মোহাম্মদপুরের শেখরটেক এলাকায় গোপনে চাঁদাবাজি ও হয়রানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সেনাবাহিনী বোসিলা ক্যাম্প থেকে দ্রুত অভিযান পরিচালনা করে একটি ভবন ঘেরাও করে তাদের আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং নানা ধরনের অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল।গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত সামগ্রী:- ২টি সামুরাই তরবারি – ২টি দেশি ছুরি – ১টি হকি স্টিক – ১টি লাঠি – ৪টি ছিনতাই করা মোবাইল ফোনমোহাম্মদপুর সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী তার অভিযান অব্যাহত রাখবে এবং সমাজে সন্ত্রাসী কার্যক্রম দমনে আরও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে।
Discussion about this post