ঢাকা:আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় (২ দিন) তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানায় সংস্থাটি।শুক্রবার (৭ মার্চ) প্রকাশিত ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ ওমর ফারুকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।পূর্বাভাসে আরো বলা হয়, আজ শুক্রবারসহ আগামী তিন দিনে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।এছাড়া পূর্বাভাসে আরও বলা হয়, আগামীকাল শনিবার (৮ মার্চ) এবং পরদিন রোববার (৯ মার্চ) দুই দিনই সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Discussion about this post