স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন ঠিক মতো কাজ করলে ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব। আজ শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনা আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও দোয়া কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণপরিষদের নামে জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। সংবিধান সংশোধন করলেই সব ঠিক হয়ে যাবে। সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই। আগে জাতীয় সংসদ নির্বাচন তারপর স্থানীয় সরকার নির্বাচন। সংবিধান বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে নির্বাচিত সরকার নেবে। রিজভী আরও বলেন, ভারতের কেউ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য গেলে বাংলাদেশ নিয়ে অবৈধভাবে আলোচনা করে। ভারত প্রতিনিয়ত বাংলাদেশে অপকর্ম করছে, সীমান্ত হত্যা করছে। সব থেকে অনিরাপদ সীমান্তে পরিণত করেছে। ভারত শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। বিএনপির এই নেতা বলেন, হিটলার-মুসোলিনি ফ্যাসিস্ট হলেও শেখ হাসিনার মত লুটেরা ছিল না। তারা দেশ প্রেমিক ছিলেন আর শেখ হাসিনা হলো দস্যু দলের সর্দারনী। আমরা বিএনপি পরিবার আয়োজিত এই অনুষ্ঠানে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার শহীদ পরিবার ও আহতদের সম্মাননা জানানো হয়।
Discussion about this post