ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। (৪ মার্চ) মঙ্গলবার গভীর রাতে সিলেটগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক যাহার রেজি- নং ১১-২৬৭৬ ঢাকাগামী পাথর ভর্তি ট্রাক যাহার রেজি নং- ট-১১-০৪৬১ ট্রাকের সাথে মুখোমখি সংঘর্ষে উভয় গাড়ীর চালক হেলপাড় মারাত্বক আহত হন। আহতদের মধ্যে চাঁদ আলী (৪২) (চালক) পিতা অজ্ঞাত, সাং অজ্ঞাত,থানা- মিরপুর, জেলা কুষ্টিয়া, মোহাম্মদ আলী (৩০), (হেল্পার) পিতা-অজ্ঞাত, সাং-ধুপাদপ, থানা এয়ারপোর্ট সিলেট, মোঃ সেলিম মিয়া(চালক) পিতা অজ্ঞাত সাং-হরিণ মুন্ডা, জেলা ঝিনাইদহ, আরেক জন হেলপারের পারিচয় পাওয়া যায়নি। তাৎক্ষনিক স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করেন। সংবাদ পেয়ে ওসমানীনগর থানা পুলিশ এবং শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচলের স্বাভাবিক করে। দূর্ঘটনার কবলে পড়া ক্ষতিগ্রস্থ দুটি ট্রাক সিলেট তামাবিল পুলিশের অফিসার্স ইনচার্জ মো: হাবিবুর রহমানের হেফাজতে আছে বলে নিশ্চিত করেছেন তিনি।
Discussion about this post