ঢাকা:জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচন বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে।আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভার সভাপতি তারেক রহমান এ মন্তব্য করেন।স্থানীয় নির্বাচন আগে করার সিদ্ধান্ত থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারেক রহমান অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করেন তিনি। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
Discussion about this post