স্পোর্টস রিপোর্ট: উয়েফা চ্যাম্পিয়ন্সশিপের সেরা ষোলোর লড়াইয়ে পেনাল্টি কিক থেকে গোল করতে পারেননি পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে তাতেও হতাশ হতে হয়নি মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের। ক্লাবটির ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের অন্তিম মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারাল পিএসজি। আর তাতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল স্বাগতিকরা। পার্ক দেস প্রিন্স স্টেডিয়ামে নেইমারকে ছাড়াই একাদশ সাজাই পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনো। ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই মেসি- এমবাপ্পেদের গোছানো ফুটবলের কাছে পাত্তাই পাচ্ছিল না সফররত রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধেই ১৩ বারের চ্যাম্পিয়নদের গোলবারে অন্তত চারবার বল শট করে মেসিরা। কিন্তু মিলছিল না গোলের দেখা। ফলে গোলশূন্যতেই শেষ হয়েছে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে গোলে জন্য মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। এরই মাঝে ম্যাচের ৬১তম মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দানি কারভাহাল ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ফুটবলের জাদুকর নামে খ্যাত লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার সেই পেনাল্টি ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। এরপর পিএসজির আক্রমণের ধার কমেনি। তাতেও কাঙ্ক্ষিত গোলে দেখা পাচ্ছি না দল। অন্যদিকে সুযোগ বুঝে আক্রমণে উঠে সফররত রিয়াল মাদ্রিদও। কিন্তু পিএসজির রক্ষণ ভেদ করে গোলের স্বাদ পায়নি রিয়াল। এভাবেই সময় গড়াতে থাকে। এক সময় ৯০ শেষ হয়েছে। সবাই হয়তো ভাবছিলো ড্র নিয়েই বুঝি মাঠ ছাড়বে দুদল। কিন্তু খেলার নাটকীয়তা তখনও বাকি। যোগ করা সময়ের শেষ মিনিটে নেইমারের ব্যাকহিলে বল ধরে বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের দুজনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে আরেকজনের বাধা এড়িয়ে দুরূহ কোণ থেকে শট নেন এমবাপে। কোর্তোয়ার প্রসারিত পায়ের নিচ দিয়ে বল খুঁজে নেয় ঠিকানা। ১-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ পিএসজি।
Discussion about this post