নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার মদন উপজেলার বাগজান কুঠুরীকোনা মডেল হাই স্কুলে ২১ বছর ধরে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। বিদ্যালয়ের বাজেট কম থাকায় শহীদ মিনার নির্মাণের জন্য সরকারি বরাদ্দ পাওয়া সম্ভব হয়নি। তাই প্রতি বছর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিক্ষক-শিক্ষার্থীরা কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান জানান, “গ্রামাঞ্চলে হওয়ায় বিদ্যালয়ের আয় কম এবং শহীদ মিনার নির্মাণের জন্য সরকারি দপ্তরে অনেকবার আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি।”বিদ্যালয়ের শিক্ষার্থী শাহানাজ, লামিয়া, রিয়া মনি বলেন, “শহীদ মিনার নেই তাতে কী? আমরা প্রতি বছর কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।”উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী জানান, “যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই, তাদের প্রধান শিক্ষককে ইউএনও স্যারের বরাবর আবেদন করতে বলা হয়েছে।”উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, “যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেগুলোর তালিকা চাওয়া হয়েছে এবং শহীদ মিনার নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।”
Discussion about this post