ঢাকা:নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া জানাতে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সংবাদ সম্মেলনের তথ্য জানায় তারা।সংবাদ সম্মেলনটি কাভার করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার মিডিয়াগুলোতে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। এতে জানানো হয়েছে, বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।আমন্ত্রণপত্রে আরও জানানো হয়, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্যে এই সংবাদ সম্মেলন।
Discussion about this post