ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের নেতা রানা হাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের গোলখার গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়। ওসি ছমিউদ্দিন আরও জানান, গ্রেপ্তার হওয়া রানা হাজারী ধরখার ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Discussion about this post