নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের নিয়মিত অভিযানে আ.লীগ নেতাসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় আরও ২৬ জনসহ মোট ৩৫ জন গ্রেপ্তার করা হয়। এরপর সবাইকে আদালতে প্রেরণ করা হয়। ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী শাহপরান আহমেদ যুবরাজ (২২), নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম (৩০), নারায়ণগঞ্জ যুবলীগের সক্রিয় সদস্য মেহেদী হাসান রুবেল (৩৫), নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সক্রিয় সদস্য মো. হিরন (৫০), আওয়ামী লীগ কর্মী জাকির হোসেন (৪৩), আসিফ দেওয়ান (২১), মো. সৈকত মিয়া, ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. শাকিল (২৮) ও আ. বারেক (৩২)।
Discussion about this post