স্টাফ রিপোর্টার (সিলেট): সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার (১২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান পণ্য জব্দ করেছে বিজিবি। পণ্যগুলো হলো ভারতীয় মহিষ, কমলা, শাড়ী, কিসমিস, হেয়ার অয়েল, চকলেট, জাংক, চিনি, গাড়ীর টায়ার, শ্যাম্পু, মুদ্রা, সুপারি, সনপাপড়ি, বেবী লোশন, ফুচকা, বিড়ি, মদ, মাহিন্দ্রা ট্রাক্টর, মোটরসাইকেল এবং পাথর উত্তোলনকারী নৌকা। আটককৃত মালামালের আনুমানিক ৯১ লক্ষ ২৭ হাজার ৯৬০ টাকা। এ ব্যাপারে লেঃ কর্নেল মোঃ নাজমুল হক, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post