আন্তর্জাতিক ডেস্ক: কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সেতু অবরোধ করে রাখা বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। প্রায় এক সপ্তাহ ধরে চলাচলে বিঘ্ন ঘটানোর পর তাদের সরানো হল। সীমান্ত পাড়ি দিতে কোভিড টিকা সনদ বাধ্যতামূলক করার প্রতিবাদে বিক্ষোভ করছে কানাডার ট্রাক চালকেরা। এতে অন্টারিও প্রদেশের উইন্ডসরের অ্যাম্বাসেডর সেতুর ওপর দিয়ে বাণিজ্য অচল হয়ে যায়। শুক্রবার এক বিচারক বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার আদেশ দেয়। তবে ওই আদেশ অমান্য করে বহু বিক্ষোভকারী সেখানে থেকে যায়। পুলিশ এখন সড়কটি পরিষ্কার করে দিয়েছে। যদিও সেতুটি এখনও বন্ধ রয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার পদক্ষেপ নেওয়ার সময় বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সম্পদের ক্ষতি করা কিংবা হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উইন্ডসর পুলিশের এক টুইট বার্তায় জনসাধারণকে সেতু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
Discussion about this post