লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারির মাহফিলে চুরি ও বিশৃঙ্খলার ঘটনায় ২২ নারীসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে আয়োজিত এই মাহফিলে মোবাইল ফোন ও স্বর্ণালংকার চুরির ঘটনায় সদর থানায় ১১টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লালমনিরহাট সদর থানার ওসি মো. নুর নবী জানান, বিশাল জনসমুদ্রের মধ্যে অভিযুক্তরা চুরির কাজে লিপ্ত ছিল। স্থানীয়রা তাদের ধরে পুলিশে সোপর্দ করে। আটকদের মধ্যে মোবাইল চুরির ঘটনায় আটটি এবং স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনটি জিডি হয়েছে। মাহফিল উপলক্ষে শুক্রবার থেকেই সোহরাওয়ার্দী মাঠসহ চারটি মাঠ প্রস্তুত রাখা হয়। শনিবার মাহফিলে আশপাশের বিভিন্ন জেলা থেকে নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়। প্রায় ছয় লাখ মানুষের উপস্থিতিতে লালমনিরহাট শহর জনসমুদ্রে পরিণত হয়। জোহরের নামাজের পর ড. মিজানুর রহমান আজহারি এক ঘণ্টার বয়ান দেন। এরপর তিনি সভামঞ্চ ত্যাগ করেন। তার বক্তৃতার সময়েই চুরির ঘটনাগুলো ঘটে বলে ধারণা করা হচ্ছে। চুরি ও বিশৃঙ্খলার ঘটনায় পুলিশের তদন্ত চলছে। আটককৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন থানার ওসি।
Discussion about this post