ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আরও ছয়টি অশনাক্ত মরদেহের সন্ধান পেয়েছে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ে গঠিত বিশেষ সেল। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর নিশ্চিত করেছেন, যে ছয়টি মরদেহ এখনো ফরেনসিক মর্গের হিমাগারে সংরক্ষিত আছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। সকলের বয়স ২০ থেকে ৩২ এর মধ্যে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে আঘাতজনিত কারণ উল্লেখ করা হয়েছে। আর মধ্যে একজনের মৃত্যু ‘উচ্চ স্থান থেকে নিচে পড়ে’ ঘটেছে বলে প্রতিবেদন উল্লেখ করেছে। বিশেষ সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি মরদেহের ডিএনএ নমুনা ও পরিধেয় সামগ্রী সংগ্রহ করা হয়েছে। তারা পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন, যদি কেউ তাদের প্রিয়জন নিখোঁজ বলে মনে করেন, তাহলে দ্রুত ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করুন। বিশেষ সেলের নেতারা বলেন, এই মরদেহগুলো সম্ভবত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের হতে পারে। আমাদের লক্ষ্য হলো, তাদের পরিচয় শনাক্ত করে সঠিক তথ্য উদ্ঘাটন করা এবং তাদের পরিবারকে জানানো। মরদেহগুলো বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে রাখা হয়েছে।
Discussion about this post