আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর দেখা। অবশেষে মায়ের স্পর্শ, মায়ের গন্ধ পেলেন তারেক রহমান। বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মুহূর্ত যেন থমকে যায় মা-ছেলের আবেগী আলিঙ্গনে। বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে যুক্তরাজ্যে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে মাকে নিজে গাড়িয়ে চালিয়ে হাসপাতালে নিয়ে যান তারেক রহমান। এর আগে বিমানবন্দরে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে গিয়ে পৌঁছালে তাকে ফুলেলে শুভেচ্ছা জানান যুক্তরাজ্য দূতাবাসসহ বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান। লন্ডনে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জড়ো হন। মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
Discussion about this post