টঙ্গী প্রতিনিধি: ফেসবুকে পরিচয়ের পর প্রেম-ভালবাসা। অতঃপর বিয়ের আশ্বাসে বাড়ি থেকে প্রেমিকের বাসায় পালিয়ে যায় প্রেমিকা। বাসায় দুদিন মেলামেশার পর প্রেমিক বিয়ে না করায় বাজারে মানুষের সামনে বিষপানে আত্মহত্যা করে আকলিমা চুমকি (১৯)। শনিবার টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। চুমকি বরগুনা মোতালেব মিয়ার কন্যা। পুলিশ ও চুমকির আত্মীয়-স্বজনরা জনকণ্ঠকে জানান, চুমকি পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জে থাকত। ফেসবুকে সম্পর্কের পর বৃহস্পতিবার পরিবারের কাউকে না জানিয়ে টঙ্গী আউচপাড়ায় অজ্ঞাত প্রেমিকের বাসায় চলে যায় চুমকি। পরে তার পরিবারের সদস্যদের ফোন করে বিয়ে না করেই একসঙ্গে থাকার বিষয়টি জানায়। এদিকে দুদিন পেরিয়ে গেলেও তাকে বিয়ে না করে টালবাহানা করতে থাকে তার প্রেমিক। একপর্যায়ে শনিবার আউচপাড়ার প্রেমিকের বাসা থেকে বেরিয়ে চেরাগআলী মার্কেটে এসে দোকান থেকে বিষ কিনে মানুষের সামনে পান করে চুমকি। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Discussion about this post