বিনোদন ডেস্ক: সবার হয়তো মনে আছে তিথি বসুর কথা। যিনি ‘মা’ ধারাবাহিকের ঝিলিক চরিত্রের মাধ্যমে দর্শকদের মাঝে নিজের একটি আলাদা জায়গা করে নিয়েছিলেন। সামাজিক মাধ্যমে তার উপস্থিতি প্রায় নিয়মিত। তিথির অনুরাগী সংখ্যা দিন দিন বাড়ছে, এবং তার পোস্টগুলি নানা সাজে, পোশাকে কিংবা কখনো সাহসী রূপে নিজেকে উপস্থাপন করার মাধ্যমে অনেকের নজর কাড়ে। তবে এবার তিনি একটি এমন ঘটনা ঘটিয়েছেন, যা রীতিমতো বিতর্কের সৃষ্টি করেছে। সম্প্রতি ২৪ বছর বয়সে পা রেখেছেন তিথি, এবং এই বিশেষ দিনটি নিয়েই বিতর্কের জন্ম হয়েছে। সামাজিক মাধ্যমে তিনি নিজের জন্মদিনের কিছু ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায়, তিনি মদের বোতলে চুমু খাচ্ছেন আর হাতে জন্মদিনের কেক। এই ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়, এবং শুরু হয় নানা সমালোচনা। তিথি বসুকে অতীতে পর্নস্টার তকমাও দেওয়া হয়েছিল। সে সময় এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “ছোটবেলা থেকে আমি বিভিন্ন ভারবাল এবিউজ (মৌখিক আক্রমণ) সহ্য করেছি, এবং প্রচুর ট্রোলিংয়ের শিকার হয়েছি। কিন্তু প্রশ্ন হল, লজ্জা কাদের? যে অপমানিত হচ্ছে, না যারা অপমান করছে?” বর্তমানে তিথিকে পর্দায় তেমন একটা দেখা যাচ্ছে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই তার ভক্তদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইনস্টাগ্রাম, রিলস, ভিডিও শেয়ার করে তিনি তার উপস্থিতি বজায় রাখছেন। এখনো তার অনুরাগীরা অপেক্ষায় আছেন, আবার তাকে পর্দায় দেখার জন্য। এটা স্পষ্ট, তিথি বসু নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে এক নতুন পর্যায়ে পৌঁছেছেন, তবে তার কাজ এবং ব্যক্তিত্ব নিয়ে বিতর্কের শেষ যেন নেই।
Discussion about this post