বিনোদন ডেস্ক: পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসের নানা রেকর্ড ভেঙেছে। মাত্র ৬ দিনে বিশ্বব্যাপী এই ছবি ১০০০ কোটি-এর গণ্ডি পাড় করেছে। আল্লু অর্জুনের স্টারডম এখন গগনচুম্বী। প্রতিবেদন অনুসারে আল্লু এই ছবির জন্য ভারতীয় মুদ্রায় ৩০০ কোটি টাকা আয় করেছেন। প্রত্যাশার চেয়েও বেশি সাফল্যের পথে তার নতুন সিনেমা ‘পুষ্পা ২’। বুধবার পর্যন্ত মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি বিশ্বজুড়ে ১ হাজার কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। নতুন সপ্তাহের প্রথম দিন বৃহস্পতিবারে সেই আয় ১০৫০ কোটি রুপি ছাড়িয়েছে।বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪৭৭ কোটি টাকা। কোথায় গিয়ে থামবে পুষ্পার রাজত্ব, সে নিয়েই চলছে আলোচনা। সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ অ্যাকশন, টুইস্ট, রোমান্স ও নানা চমকে দর্শক টানছে প্রেক্ষাগৃহে। যার ফলে বছরের সেরা ছবি তো বটেই, এটি হাঁটছে সর্বকালের সেরা ব্যবসা সফল সিনেমা হওয়ার পথে।
Discussion about this post