বিনোদন ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী অনামিকা জুথীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তাদের আটক করে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দারা। এমন খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। তবে বিষয়টি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অনামিকা জুথী নিজেই। রোববার সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অনামিকা জুথী। নিম্নে তার স্ট্যাটাস্টি হুবহু তুলে ধরা হলো- ফেসবুকে তিনি লিখেছেন, ”আসসালামু আলাইকুম। গতকাল থেকে আমার সম্পর্কে খুব বাজেভাবে নিউজ হয়েছে, যেটা খুবই দুঃখজনক। সত্যতা কতটুকু তা যাচাই-বাছাই না করেই সবাই নিউজ করে যাচ্ছে। আমার ফ্লাইট ছিলো গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG১৪৮) দুবাই-চট্টগ্রাম -ঢাকা। আমার টিকেট ল্যান্ডিং ছিলো দুবাই টু ঢাকা। এবং গোল্ড নিয়ে যে কথাগুলোর রিউমার হয়েছে সেটার সত্যটা কতটুকু আমি ডকুমেন্ট সহকারে প্রমাণ করবো। তবে আটক হওয়া এবং কেজি পরিমাণ স্বর্ণ নিয়ে যে কথাগুলো রটিয়েছে সংবাদ মাধ্যমে তা পুরোপুরি ভিত্তিহীন এবং বানোয়াট। যতটুকু পরিমাণ স্বর্ণ-লংকার আমার পরনে ছিলো তা আমার ব্যবহারিত গহনা। আমি সবকিছু ডকুমেন্ট সহকারে প্রকাশ করবো। ধন্যবাদ”।
Discussion about this post