স্টাফ রিপোর্টার (সিলেট): বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রয়েল অ্যানফিল্ড মোটরসাইকেল এবং মাদকসহ প্রায় কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ও বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি সিলেটের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চিনি, তাল মিছরি, শাড়ি, কম্বল এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে। এছাড়া একটি ভারতীয় রয়েল অ্যানফিল্ড মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা। জব্দ করা মালামাল কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
Discussion about this post