ঢাকা: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমাকে বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে যা বলা হচ্ছে-এ বিষয়ে কিছু বলার নেই। ২০১৩ সালে আমাকে বলা হতো ছাগু-জামাত শিবির। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তখন বলেছিলাম, ‘এই চেতনা দিয়ে কী করবো। সে সময় আমাকে শিবির বলা হয়েছিলো। কেউ মনে করে জামাতি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ। কিন্তু আমি কারো লোক নই। আমি আমার। আমি কারো প্রতি চিরস্থায়ী বন্দোবস্ত দেইনি। আজ সোমবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, অন্তবর্তী সরকার শিল্প সংস্কৃতি চর্চায় বাধা হবে না। তবে যারা শিল্প চর্চা করছে তাদেরও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডে প্রথম কাতারের অপরাধী যারা, তাদের বাঁচাতে পঞ্চম কাতারের অপরাধীরা যদি কাজ করে তাহলে তো সমস্যা হবে। কুরুচিপূর্ণ, জঘন্য তথ্য যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাহলে সমস্যা হবে। বিপ্লবের চেতনা বুঝতে হবে। নাটক হচ্ছে, যাত্রা হচ্ছে কেউ তা বন্ধ করেনি। ফারুকী বলেন, একা কোন কিছু করা সম্ভব না। সবাইকে নিয়ে কাজ কররো। এখানে বাজেট কম। তবে আমার টিম ভালো। নতুন বাংলাদেশের ন্যারেটিভ ফিল্ম ছাড়া পূরণ করা সম্ভব না। দৃশ্যমান পরিবর্তন কিভাবে সম্ভব এক বছর মেয়াদি পরিকল্পনা করবো। এরপর প্রধান উপদেষ্টাকে জানাবো। আশা করি সকলের যোগিতা দিবে।
Discussion about this post