মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মিজাপুরে গ্যাসের চুলার আগুনে পুড়ে বেবী সিদ্দিকী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বেবী সিদ্দিকী উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের মীর আতোয়ার রহমানের স্ত্রী। বেবী সিদ্দিকী পাঁচ সন্তানের জননী। পারিবারিক সূত্র জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বেবী সিদ্দিকী দোতলা ভবনের টেবিলে পানি খাচ্ছিলেন। এসময় হঠাৎ রান্নাঘরে গ্যাসের চুলায় বিস্ফোরণ ঘটে এবং তার শরীরে আগুন লেগে যায়। আশপাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। গোড়াই ইউপি সদস্য আদিল খান বলেন, শুক্রবার রাতে গ্যাসের আগুনে তিনি পুড়ে গুরুতর আহত হন এবং শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Discussion about this post