বিনোদন ডেস্ক: মহাকাব্য রামায়ণ অবলম্বনেই নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ ছবি। ছবিতে কাদের নেওয়া হবে, তা নিয়ে প্রথম থেকেই বেশ জল্পনা ছিল। যদিও রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে তা ছিল পূর্বনির্ধারিত। এবার রণবীরের ‘রামায়ণ’ মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। বুধবার (৬ নভেম্বর) ‘রামায়ণ’ মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করলেন ছবির নির্মাতারা। রামায়ণ নিয়ে প্রথম থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুমুল। যার জন্যে দীর্ঘদিন ধরে অপেক্ষায় দিন গুণছিলেন ভক্তরা। বুধবার নমিত মালহোত্রা ইনস্টাগ্রামে ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে নমিত আরও জানান, ছবিটি দুটি অংশে মুক্তি পাবে। রামায়ণ পার্ট ওয়ান ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এবং ছবির দ্বিতীয় পার্ট মুক্তি পাবে ২০২৭ সালে। পোস্টার শেয়ার করে তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “এক দশকেরও বেশি আগে, আমি এই মহাকাব্যকে বড় পর্দায় নিয়ে আসার জন্য মহৎ অনুসন্ধান শুরু করেছিলাম। যা ৫০০০ বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করেছে। এবং আজ, আমি এটিকে সুন্দরভাবে রূপ নিতে দেখে রোমাঞ্চিত। কারণ আমাদের দলগুলি শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়েই অক্লান্ত পরিশ্রম করছে।” ছবির একাধিক শুটিংয়ের দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ছবিতে রয়েছে একঝাঁক বলিউড স্টার কাস্ট। রামায়ণের নায়িকা তথা ভগবান রাম-সীতার ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর, সাঁই পল্লবী। রাবণের ভূমিকায় থাকবেন দক্ষিণী সুপারস্টার যশ। হনুমানের ভূমিকায় থাকতে পারেন সানি দেওল। দশরথের ভূমিকায় থাকবেন অরুণ গোভিল, এবং কৈকেয়ীর ভূমিকায় থাকবেন লারা দত্ত। এদিকে লক্ষণের ভূমিকায় থাকছেন হিন্দি টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা এবং মন্থরার চরিত্রে দেখা যাবে শিবা চাড্ডাকে।
Discussion about this post