মার্কিন নির্বাচন ইলেকটোরাল ভোট: ট্রাম্প- ২৩০, কমলা- ২০৫
আন্তর্জাতিক ডেস্ক: শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। চলছে গণনা। সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ট্রাম্প ২৩০ ও কমলা ২০৫টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। ন্যুনতম ২৭০ ইলেকটোরাল ভোট পেলে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে পারবেন এই দুই প্রার্থীর একজন। অন্যদিকে সিনেটে ট্রাম্প পেয়েছেন ৪৮ সিট ও কমলা ৩৯টি। হাউজে কমলা ১০৫ ও ট্রাম্প ১৫৭টি। ট্রাম্পের দল ২৬টি গভর্নরের সিট পেয়েছেন, আর কমলা পেয়েছেন ২২টি। কেনটাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিসৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে। ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে। পূর্ব অনুমান অনুযায়ী জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের ভোটেই নির্বাচনের ফল নির্ধারণ হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। এই সাত অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে জনমত জরিপগুলো।
Discussion about this post