ঢাকা: পিলখানা ট্রাজেডিতে নিহত, চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং কারাবন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক নিহত শাকিল আহমেদের সন্তান ব্যারিস্টার রাকিন আহমেদ।। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের জন্য দ্রুত তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান তিনি। আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময় বক্তারা বলেন, ১৮ হাজার বেশি বিডিআর সদস্য নির্দোষ। বর্তমান অন্তর্বর্তী সরকারে এখনো স্বৈরাচারের দোসর বসে আছে। তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে অভিযোগ করে তারা বলেন, যারা প্রকৃত দোষী তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
Discussion about this post