ঢাকা: শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, লোক দেখানোর জন্য খাল পরিষ্কার নয়। যুব সংগঠনগুলোকে কাজে লাগিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের ৬৪ জেলায় ৬৪টি খাল পরিষ্কারের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৫ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে সারাদেশে খাল ও জলাশয় পরিচ্ছন্নতা অভিযানের আওতায় ঢাকা জেলার রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রামপুরার ত্রিমোহনী এলাকায় সকালে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘এই পরিচ্ছন্নতা ধরে রাখতে খালের দুইপাশে বৃক্ষরোপণসহ অন্যান্য সৌন্দর্যবর্ধন কর্মসূচি নেওয়া হয়েছে।’ এ সময় পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘৬৪ জেলায় ৬৪ খাল পরিষ্কারের দায়িত্ব আমি নেইনি। এটি নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টার মতো যুব সমাজ। বয়স্করা চিন্তা করে বাক্সের ভেতরে। যুবকরা চিন্তা করে বাক্সের বাইরে। ১৫ দিন এই কাজ অব্যাহত থাকবে। যে এই রামপুরা জিরানী খাল আবার দূষণ দখলের চেষ্টা করবে, তাকে প্রতিহত করবে স্থানীয়রাই, সে জন্য কমিটি করে দেওয়া হবে।’
Discussion about this post