মোস্তাফিজুর রহমান সুজন (পটুয়াখালী): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অফিস সহায়কদের জাতীয় শুদ্ধাচার ও কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পবিপ্রবি’র কৃষি অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। পবিপ্রবি আই-কিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ ইখতিয়ার উদ্দিন এর সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র উপপরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আপনারা যে ধর্মেই থাকুননা কেন কোন ধর্মেই অসৎ উপায়ে অর্থ উপার্জন সমর্থন করেনা। আপনাদের এখন একটাই রাজনৈতিক দল তা হলো আপনাদের কর্মস্থল পবিপ্রবি। আপনারা যারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকবেন এবং সৎভাবে চলবেন তাদেরকে আগামীতে পুরস্কৃত করা হবে। প্রধান অতিথি আরও বলেন, আমি কখনো ভুল করলে আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আপনি যদি কর্মস্থলে সৎভাবে চলেন তাহলে সকলের মাঝে বুক ফুলিয়ে বলতে পারবেন আপনি যে টাকা উপার্জন করছেন তা সৎ পথে উপার্জন করছেন। আমরা পরিবারের কাজ যেভাবে আন্তরিকতার সাথে করি কর্মস্তলের কাজগুলো সেভাবে আন্তরিকতার সাথে করব। উক্ত দিনব্যাপী প্রশিক্ষণে অর্ধ শতাধিক কর্মচারী অংশগ্রহণ করে।
Discussion about this post