ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ছুরিকাঘাতে ইমরান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, রোববার দিবাগত রাতে ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার মো. আলী হোসেনের ছেলে ইমরান। বর্তমানে তিনি পরিবারের সাথে থাকতেন তেজগাঁও কাজীপাড়া গার্ডেন রোডের একটি বাসায়। নিহতের বড় ভাই মো. মিজান জানান, গত শনিবার রাত ৩টার দিকে কাজিপাড়া গার্ডেন রোডের বাসা থেকে বাদশাসহ কয়েকজন ইমরানকে ডেকে নিয়ে যায়। পরে ১৭ নম্বর গলিতে ইমরানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি আরও জানান, ইমরান তার পরিচিত বাদশা নামক এক ব্যক্তির কাছে ৫০০ টাকা পেতেন। এই টাকাকে কেন্দ্র করে বাদশা, ইমরানকে ছুরিকাঘাত করে। ঘটনার পর আহত ইমরান নিজেই ৯৯৯ এ ফোন দেন। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে একটি মামলা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশ কাজ করছে।
Discussion about this post