ঢাকা: সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর থেকে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর সাংবাদিকরা এ নিষেধাজ্ঞার প্রতিবাদ করেন। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে। ৫৬টি অভিযোগের মধ্যে ৫৪টিতে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিল প্রসিকিউশন। এদিন আসামিদের বিরুদ্ধে আবেদন করবেন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। কিন্তু এবার গণহত্যার প্রথম অভিযোগ কার এবং কত জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হবে সেটি এখন দেখার বিষয়।
Discussion about this post