সুনামগঞ্জ প্রতিনিধি: সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ছাড়া পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা পৌনে দুইটায় আইননানুগ প্রক্রিয়া শেষে তিনি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর বিকেল সাড়ে তিনটায় তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাসভবনে পৌঁছান বলে জানিয়েছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ। ছাড়া পেয়ে সাবেক মন্ত্রী বলেন, আমি ভীষণ ক্লান্ত-পরিশ্রান্ত। ভীষণ অসুস্থও। আমার বিশ্রামের খুব প্রয়োজন। আমি কৃতজ্ঞ, মমহামান্য আদালতের কাছে ন্যায়-বিচার পেয়েছি। আমার আইনজীবীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। কারাগারে আমার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আমার নিজের উপজেলা শান্তিগঞ্জের সকল মানুষ আমার প্রতি সহমর্মী ছিলেন, তারা রাজপথে বিক্ষোভও করেছেন। তাদের প্রতি চিরকৃতজ্ঞতা। এর আগে, গতকাল বুধবার বিশ হাজার টাকা মুচলেকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। জামিন শুনানি শেষে বয়স্ক ও অসুস্থ বিবেচনায় আদালত এই আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন। তবে শুনানিতে বিএনপিপন্থি আইনজীবীরা অংশগ্রহণ করেননি। তারা দাবি করেছেন, অস্বাভাবিক প্রক্রিয়ায় তার জামিন শুনানি হয়েছে, এ কারণে তারা বর্জন করেছেন শুনানি।
Discussion about this post