ঢাকা: এবার দুর্গাপূজা হবে বিগত সময়ের চাইতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের। বাংলাদেশের ৩৬৫ দিনই নিরাপদ থাকবে। মাঝে মাঝে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা। উপদেষ্টা বলেন, ১৩ তারিখ দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে। এরপরও সারা বাংলাদেশে নিরাপত্তা থাকবে। যেখানে যতটা দরকার সে পরিমাণ সশস্ত্র বাহিনী দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা দেয়া হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেভাবেই কাজ চলছে।
Discussion about this post