সৌমিত্র সুমন,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ায় ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিভার সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাওলানা মোঃ মজিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ উপজেলা শাখার সদস্য মোস্তাফিজুর রহমান, মাওলানা বিল্লাল, মাওলানা মোঃ আলমগীর, মাওলানা মোঃ রহিম, মাওলানা মোঃ সোলায়মান, বাংলাদেশ জমইয়াতে যুব হিজবুল্লাহ উপজেলা শাখার সদস্য মাওলানা হেমায়েত উদ্দিন,বাংলাদেশ জমইয়াতে ছাত্র হিজবুল্লাহ উপজেলা শাখার সদস্য হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসানপ্রমুখ। এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার’র কাছে আহ্বান জানাচ্ছি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কটুক্তি করায় ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। তা না হলে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব।
Discussion about this post