ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে। রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় দুপুর আড়াইটায় এই সংলাপ শুরু হবে। বিএনপির সঙ্গে বৈঠক দিয়ে সংলাপ শুরু হবে। সংলাপে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে এবং নির্বাচন ইস্যুতেও আলোচনা হবে বলে জানা গেছে। এ দিন বিকাল তিনটায় জামায়াতে ইসলামী, বিকাল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকাল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকালে সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন, বাংলাদেশ, সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা সংলাপে অংশ নেবেন। বিএনপি নেতারা জানান, ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। সেখানে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে নির্বাচন কমিশনসহ কী ধরনের সংস্কার প্রয়োজন তারও বিস্তারিত ছিল। আর নির্বাচন পরবর্তী রাষ্ট্রের কী ধরনের সংস্কার করা হবে তারও বিস্তারিত ব্যাখ্যা ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই ৩১ দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কী তা বোঝার চেষ্টা করবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতি ও সব রাজনৈতিক দল যেসব প্রস্তাবে সম্মত হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে।’ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আমাদের যে মতামত তা আমরা তাদের জানাবো। আইনগতভাবে স্বৈরশাসন প্রতিষ্ঠা কীভাবে রোধ করা যায়, সে বিষয়ে আমরা প্রস্তাব দেব। কোনো রাজনৈতিক দলের পক্ষে যেন সরকার কাজ না করে তা নিশ্চিত করতে হবে।’
Discussion about this post