বিনোদন ডেস্ক: মা হওয়ার পর আর ক্যামেরাবন্দী করা যায়নি বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তারপর থেকেই ক্যামেরার আড়ালে রয়েছেন তিনি। রণবীর সিংকে প্রকাশ্যে দেখা গেলেও দীপিকাকে আর দেখা যায়নি। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতৃত্বকাল নিয়ে রসিকতা করে বেশ কিছু পোস্ট করছেন দীপিকা, তবে কোথাও নিজের কোনো ছবি দেননি তিনি। অবশেষে নাকি অনুরাগীদের অপেক্ষার অবসান হতে চলেছে। মা হওয়ার পরে প্রথম প্রকাশ্যে আসতে চলেছেন বলি নায়িকা। ‘সিংহম এগেইন’ সিনেমার অনুষ্ঠানে আসতে চলেছেন দীপিকা। আগামী ৭ অক্টোবর নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রণবীর সিং, অজয় দেবগণ, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান। তবে অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পরে তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছে অনুরাগীরা। অন্তঃসত্ত্বা অবস্থাতেই এই সিনেমার শুটিং করেছিলেন দীপিকা। আগামী ১ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমা।
Discussion about this post