আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গত ২৪ ঘণ্টায় ৪৬ জন নিহত হয়েছেন। হামলায় আহত অন্তত অর্ধশতাধিক। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বুধবার (২ অক্টোবর) আবারও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিনের হামলায় অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় (বুধবার পর্যন্ত) বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেল ইসরায়েলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, রাতভর রাজধানী বৈরুতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। ছুঁড়েছে একের পর এক বোমা। সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে চালানো হয়েছে বিমান হামলা। চলমান আগ্রাসনে দ্বিতীয়বারের মতো টার্গেট হলো এলাকাটি। লেবানন জানিয়েছে, রাতভর হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮। এদিকে, স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি সেনাদের। বুধবার একদিনে, আট সেনা হারিয়েছে দেশটি।
Discussion about this post