মোস্তাফিজুর রহমান সুজন(পটুয়াখালী): ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ ৮হওয়া হৃদয় তরুয়ার পরিবারের পাশে দাড়ালেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। আজ রবিবার ( ২৯ সেপ্টেম্বর) হৃদয়ের পরিবারের সাথে দেখা করেন এবং শহীদ হৃদয়ের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। এসময় তিনি সাংবাদিকদের জানান,২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হৃদয় আমাদের সবার হৃদয়ে অবস্থান তৈরী করে গেছে। তার রক্তে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সে তার রক্ত দিয়ে স্বাধীনতা দিয়েে গেছে সে কখনও ভাবেও নাই তার পরিবারের কি অবস্থা হবে। আজ হৃদয়ের পরিবারের অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে। সরকার থেকেও আমাদের দিক নির্দেশনা আছে সকল শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর। আমরা সরকারের দিক নির্দেশনা মেনে চলবো। এসময় তিনি আরও বলেন, আবু সাঈদ, মুগ্ধ, হৃদয়সহ যারা ২৪ এর গন অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের সবার পাশে এসে দাঁড়ানোর আহবান জানাই। যার অসুস্থ আছেন যাদের চোখ নাই হাত নাই পা নাই আমারা তাদের সবাইকে আমাদের সহযোগীর হাত বাড়িয়ে দেই। যাদের যতটুকু সম্বল আছে সেটুকু নিয়ে আমারা ২৪ এর গণঅভ্যুত্থানে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের পাশে দাড়াই। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. হেমায়াত জাহান, প্রক্টর আবুল বাসার, ছাত্র বিষয়ক উপদেষ্টা মো. জিল্লুর রহমান, আইন ও ভূমি প্রশাসন অনুসদের ডিন প্রফেসর আবদুল লতিফ।
Discussion about this post