আন্তর্জাতিক ডেস্ক: এমপক্স (মাঙ্কি পক্স) এর নতুন বিপজ্জনক ধরণ ক্লেড ১বি-এর সংক্রমণ এবার দেখা গেল ভারতেও। কেরালা রাজ্যের মলপ্পুরমে এক রোগীর দেহে এই সংক্রমণ ধরা পড়েছে। এমপক্সের ক্লেড ১বি ধরনে ভারতে এটিই প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার ঘটনা। দক্ষিণ এশিয়াতেও নতুন ধরনের এই এমপক্স সংক্রমণ এটিই প্রথম। আক্রান্ত ৩৮ বছর বয়সী এই ব্যক্তি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ভারতে ফিরেছিলেন। ফেরার পর থেকেই তার নানা উপসর্গ দেখা দিয়েছিল। গত মাসেই এমপক্সের নতুন ধরন ক্লেড ১ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভারতে ফেরার পর থেকে জ্বরে ভুগছিলেন ওই রোগী। ত্বকে র্যাশ বেরিয়েছিল চিকেনপক্সের মতো। পরে তিনি চিকিৎসকের পরামর্শ নিতে গেলে উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। এরপর নমুনা পরীক্ষায় এমপক্স সংক্রমণ ধরা পড়ে। ভারতে এমপক্সের সংক্রমণের হিসাবে কেরালার এই রোগী অবশ্য দ্বিতীয় আক্রান্ত ব্যক্তি। এর আগে দিল্লিতে এক রোগীর দেহে এমপক্স সংক্রমণ ধরা পড়েছিল। তবে সেটি ছিল ক্লেড ২ ধরন বা উপরূপের সংক্রমণ। আর কেরালার ওই রোগীর শরীরে ধরা পড়েছে এমপক্সের ক্লে়ড ১ ধরন। যে ধরনটি নিয়েই সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে ডব্লিউএইচও। কেরালা কর্তৃপক্ষ গত সপ্তাহে জানায়, আক্রান্ত ব্যক্তি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। কেরালার মলপ্পুরম জেলার নোডাল অফিসার সুবিন সোমবার বলেছেন, রোগীর প্রায় ২৯ জন বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য এবং তিনি যে ফ্লাইটে ভারতে ফিরেছিলেন সেই ফ্লাইটের ৩৭ জন যাত্রীকে বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কারও দেহে এমপক্সের উপসর্গ দেখা যায়নি। এমপক্সের নতুন ধরন বিশ্বের একাধিক দেশে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। আফ্রিকায় যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, তার জেরে অগাস্টে এমপক্স নিয়ে গোটা বিশ্বের জন্য জরুরি অবস্থার সতর্কতা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার এমপক্স নিয়ে সতর্কতা জারি হয়েছে।
Discussion about this post