ঢাকা: নতুন করে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় তাদের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সালমান-আনিসুলকে কারাগার থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. রাশিদুল হাসান। অপরদিকে, তাদের জামিন চান আসামি পক্ষের আইনজীবী। পরে শুনানি শেষে মহানগর হাকিম মো. আরিফুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। গত ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন। এর আগে, গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়।
Discussion about this post