ঢাকা: আট জেলার নতুন ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান। তিনি বলেন, ভুল তথ্যের কারণে এই আটজন ডিসির নিয়োগ হয়েছিল। নানা সময়ে কাজ করে তারা বিতর্কিত হয়েছিল। সেসব তথ্য গোপন করেছিল তারা। বুধবার সচিবালয়ে ব্রিফিংয়ে সচিব বলেন, আগামী দুই দিনের মধ্যে এই আট জেলায় ডিসি নিয়োগ হবে। যে আট জেলার ডিসির নিয়োগ বাতিল হয়েছে জেলাগুলো হলো- লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরিয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ি। অন্যদিকে যে চারজনকে অদলবদল করা হয়েছে তারা হলেন- টাঙ্গাইলের যিনি ছিলেন তাকে পঞ্চগড়ে, নীলফামারীর যিনি তাকে টাঙাইলে দেয়া হয়েছে। সেইসাথে নাটোরের জেলা প্রশাসককে লক্ষ্মীপুর দেয়া হয়েছে। পঞ্চগড়ে যিনি ছিলেন তাকে নীলফামারী দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার হাতাহাতির যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত বলে জানান সচিব। এজন্য স্বাস্থ্য সচিবকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
Discussion about this post