স্পোর্টস রিপোর্ট: উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ৯০০তম গোল করার অবিস্বরণীয় কীর্তি গড়েছিলেন ক্রিষ্টিয়ানো রোনালদো। দ্বিতীয় ম্যাচে রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে অবশ্য বদলি হিসেবে মাঠে নামানো হয় সিআর সেভেনকে। আর বদলী হিসেবে নেমে শেষ মুহুর্তে গোল করে পর্তুগালের নায়কের ভূমিকায় অবতীর্ণ হন রোনালদো। তার করা গোলের সৌজন্যেই এদিন পর্তুগাল ২-১ ব্যবধানে পরাজিত করে স্কটল্যান্ডকে। অথচ, এদিন পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই চমকে দেয় স্কটল্যান্ড। ম্যাচের সপ্তম মিনিটেই কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করে সফরকারীদের এগিয়ে দেন স্কট ম্যাকটোমিনে। প্রথমার্ধে কেবল এই একটি শটই লক্ষ্যে রাখতে পারে স্কটল্যান্ড। অন্যদিকে এই সময়ে একের পর এক আক্রমণ করেও কোন গোলের দেখা পায়নি দুই দলের কেউ। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কটিশরা। বিরতির পরই ক্রিষ্টিয়ানো রোনালদোকে মাঠে নামান পর্তুগীজ কোচ রবার্তো মার্টিনজে। দলও যেন কিছুটা চাঙ্গা হয়ে উঠে। যার ফলে ৫৪ মিনিটেই সমতায় ফিরে পর্তুগাল। দুর্দান্ত গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান ব্রুনো ফার্নান্দেস। এরপর আর গোল না হলে ড্রয়ের স্বপ্ন নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন বুনছিল স্কটল্যান্ড সমর্থকরা। কিন্তু না, ম্যাচের বয়স যখন ৮৮ মিনিট তখনই সফরকারীদের সেই স্বপ্ন ভেঙ্গে খান খান করে দেন ক্রিষ্টিয়ানো রোনালদো। নুনো মেন্ডেসের ক্রস থেকে বল জালে পাঠিয়ে নিজের ৯০১ গোলটি করেন সিআর সেভেন। সেইসঙ্গে দলও ২-১ ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। ফলে নেশন্স লিগের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়ের দেখা পায় পর্তুগাল। আর দুই ম্যাচের দুটিতেই গোল করেন চল্লিশ ছুঁই ছুঁই বয়সী ক্রিষ্টিয়ানো রোনালদো। অন্যদিকে, শেষ আট ম্যাচে জয়হীন স্কটল্যান্ড। নিজেদের এযাবাৎকালের ইতিহাসে যা সবচেয়ে বাজে হারের লজ্জার নজীর। সর্বশেষ ১৪ ম্যাচে স্কটল্যান্ডের জয় কেবল মাত্র একটি।
Discussion about this post