ঢাকা: ঢাকাসহ সারাদেশে ছাত্রদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্য ও তাদের ভলানটিয়াররা কাজ করছে। ট্রাফিক পুলিশ না থাকলেও রাজধানীসহ সারাদেশের ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার শিক্ষার্থীদের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে তরুণ শিক্ষার্থীরা সারাদেশে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে অনন্য এক নজির সৃষ্টি করছে বলছেন সাধারণ মানুষ। ট্রাফিক পুলিশের পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের নিয়ে একটি সেচ্ছাসেবী ট্রাফিক বাহিনী গড়ে তোলা এখন সময়ের দাবি বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
Discussion about this post