ঢাকা: দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্কুল ও কলেজের পর এবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের সিদ্ধান্ত নেয়া হচ্ছে সিন্ডিকেট সভায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়ার জন্য শিক্ষার্থীদের সময় বেধে দেয়া হয়েছে। বুধবার (১৭ জুলাই) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে সকালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (১৭ জুলাই) বেলা একটার ভেতরে ছাত্রদের এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটার ভিতর ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সকালে অনির্দিষ্টকালের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এছাড়াও আজ দুপুরের পরেই ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ১০৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
Discussion about this post