স্পোর্টস রিপোর্ট: কোপা আমেরিকার বহুল প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১৫ জুলাই)। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে থেকে সরাসরি দেখা যাবে। ফাইনালে দর্শকদের চাঙা রাখতে কোপা আমেরিকার আয়োজক কনমেবল মেগা কনসার্টের আয়োজন করেছে। সেখানে গান পরিবেশন করবেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। শাকিরার এই কনসার্টের কারণে হাফটাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামেই হবে শাকিরার কনসার্টটি। যদিও হাফটাইমের বিরতি বাড়ানোয় কনমেবলের সমালোচনা করছেন ভক্তরা। এতে করে খেলার ধারাবাহিকতা নষ্ট হবে বলে মতামত ভক্তদের। উল্লেখ্য, এবারের কোপা আমেরিকা আসরের ১৬তম শিরোপা ঘরে তুলতে চায় আর্জেন্টাইনরা। অন্যদিকে কলম্বিয়া উঁচিয়ে ধরতে চায় তাদের দ্বিতীয় শিরোপা। খেলাটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই ধারণা করা হচ্ছে।
Discussion about this post