আন্তর্জাতিক ডেস্ক: গাজা শহরের একটি অংশ থেকে ইসরায়েলি বাহিনী সরে গেছে। সেখানকার আল-হাওয়ার এলাকা থেকে ধ্বংসস্তূপ সরাতে শুরু করেছেন ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের নিচে শুধু লাশের গন্ধ। উদ্ধারকারীরা শুধু একটি জায়গাতেই ৬০ মরদেহ পেয়েছেন। লাশগুলোকে কুকুরে টানাটানি করতে দেখা যায়। আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসলের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গাজার বেসামরিক প্রতিরক্ষা দলগুলো বেঁচে যাওয়া লোকদের উদ্ধারে এগিয়ে যায়। ফিলিস্তিনের উদ্ধারকর্মীরা কয়েক ডজন লাশ পেয়েছেন। নিহতদের অধিকাংশই পরিবার, নারী ও শিশু। কিছু মৃতদেহ কুকুরে খাচ্ছিল। তিনি বলেন, কমপক্ষে ৬০টি লাশ গণনা করা হয়েছে। ঘটনাস্থলেই কয়েকজনের লাশ দাফন করে কর্তৃপক্ষ। অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি বাহিনী এই সপ্তাহে প্রতিবেশী এলাকায় প্রবেশ করেছিল। বাসল বলেন, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। ইসরায়েলি বাহিনী কাছাকাছি অবস্থান করছে এবং উদ্ধার তৎপরতা নিয়মিতভাবে চলছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Discussion about this post