ঢাকা: কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সকাল সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) সকাল থেকে ১ দফা দাবি বাস্তবায়নে আজকের এই কর্মসূচি পালন করছেন তারা। সড়ক ও রেলপথ বন্ধ করে এই কর্মসূচি পালন করবেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে তারা জানান, আদালতের রায়ের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। প্রথম থেকে চতুর্থ শ্রেণিতে চাকরির ক্ষেত্রে অযৌক্তিক সকল কোটা বাতিল করার দাবি জানান তারা। এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা রাখার প্রস্তাব দেন তারা।
Discussion about this post